এস এম আলম, পাবনা, ৩০ জুন: মুজিব শতবর্ষ উপলক্ষে পাবনা পৌরসভা তিনজন মুক্তিযোদ্ধার নামে পৌর এলাকার দুইটি সড়ক এবং একটি বিনোদন পার্কের নামকরণ করেছে।দুপুরে শহরের জুবলী ট্যাংক বিনোদন পার্কের নামকরন করা হয় দুদকের সাবেক কমিশনার ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন চুপ্পুর নামে। এ পার্কের উদ্বোধন করেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু।পরে শহরের মহিলা কলেজ মোড়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু সড়কের উদ্বোধন করেন তাঁর সন্তান রাকিবুল ইসলাম রাকিব ও বীর মুক্তিযোদ্ধা এমদাদ আলী ভুলু সড়কের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার স¤পাদক হাজী শরীফসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।
পাবনায় মুজিব শতবর্ষ উপলক্ষে পাবনা পৌরসভা কর্তৃক তিনজন মুক্তিযোদ্ধার নামে পৌর এলাকার দুইটি সড়ক এবং একটি বিনোদন পার্কের নামকরণ
RELATED ARTICLES
