এস এম আলম ১১ জুলাই : স্কয়ার গ্রুপের সহায়তায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আজ থেকে করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ী, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমজীবি পরিবারের মাধ্যে খাদ্য বিতরন কার্যক্রম শুরু করেছে। সকালে শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী ও সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনির তত্বাবধায়নে সাড়ে ১৩শ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, চেম্বারের পরিচালক জাহাঙ্গীর হোসেন ও রফিকুল ইসলাম মিন্টু।

স্কয়ার গ্রুপের সহায়তায় পর্যায়ক্রমে ৪ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে পাবনা চেম্বার।এছাড়া স্কয়ার গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলার প্রায় অর্ধলক্ষ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের কাজ অব্যাহত রেখেছে।
