এস এম আলম ১৬ আগষ্ট: পাবনা ডিবি পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলের নাগরপুর থেকে এসএমসির বিপুল পরিমান নকল ওর স্যালাইন ও স্যালাইন তৈরির মেশিনসহ একজন নকলকার অবৈধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
১৫ আগষ্ট ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় প্রচুর নকল ওর স্যালাইন ও স্যালাইন তৈরির মেশিন।
উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃতকে নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আরাফাত,এসএমসি এন্টারপ্রাইজের রাজশাহী রেন্জ সেলস ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ। পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়- গত জুন মাসে পাবনার সাঁথিয়াতে এই নকল স্যালাইন কারখানার সন্ধান লাভ করে পুলিশ। সেই সূত্র ধরে মুল হোতাকে গ্রেফতারে এরপরে অনেকটা নিশ্চিত হয়ে টাঙ্গাইলে অভিযান চালায় পাবনা ডিবি পুলিশ। তার নিকট হতে ১৬ (ষোল) কাটুন নকল ওরসেলাইন-এন (প্রত্যেকটি বক্সের গায়ে এসএমসি এন্টারপ্রাইজ লিঃ লেখা আছে) ও ১৬টি কাটুনে ৬৪০০টি ওরসেলাইনের পাতা রয়েছে এবং একটি পুরাতন ব্যাটারী চালিত ভ্যানগাড়ী উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় নকল স্যালাইন তৈরি কারখানার মালিক ও মুল হোতা আলমগীর হোসেনকে (পিতা- সামছুল হক, সাং- বনগ্রাম, থানা-নাগরপুর, জেলা-টাংগাইল) গ্রেফতারকৃত আলমগীর টাঙ্গাইলের নাগপুরের শামসুদ্দিনের ছেলে। এ সংক্রান্তে সাঁথিয়া থানার মামলা নং-২৫, তাং-২৬-০৬-২০২০ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-সি এর ১(ডি) রুজু হয়।
পাবনার ডিবি পুলিশের বিশেষ অভিযানে এসএমসির বিপুল পরিমান নকল ওরস্যালাইন ও ওরস্যালাইন তৈরির মেশিনসহ একজন গ্রেফতার
RELATED ARTICLES
