এস এম আলম, ৫ সেপ্টেম্বর : পাবনার ঈশ্বরদীতে প্রায়ত সংসদ সদস্য সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলুকে নিয়ে স্মরন সভা এবং ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ আসনের উপ নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি সভা। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

সম্মানিত অতিথি ছিলেন বরেণ্য শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় এ সভায় আরো বক্তব্য দেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, নাদিরা ইয়াসমিন জলি এমপি,নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক শহিদুল ইসলাম বকুল এমপি, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন ও জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু , ঈশ্বরদী উপজেলার মেয়র আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সভায় অংশ নেন আওয়ামীলীগের সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদের সভাপতি সেক্রেটারী সহ তৃনমুল নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন এবং ধারন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার লক্ষে নৌকার প্রার্থীকে জয়জুক্ত করতে হবে। এ জন্য তৃনমুল নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই। সভার শুরুতে প্রয়াত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ স্মরনে এক মিনিটি নিরবতা পালন করা হয়।
