এস এম আলম, ৬ সেপ্টেম্বর : পাবনার আটঘরিয়ায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রায়ত সংসদ সদস্য সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলুকে নিয়ে স্মরন সভা এবং প্রতিনিধি সভা। সভার শুরুতেই প্রয়াত সাংসদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্থানীয় উত্তরচক প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধাকালীন মুজিব বাহিনীর অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব ও জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সভায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সকল ইউনিয়নের সভাপতি সেক্রেটারীসহ তৃনমুল নেতৃবৃন্দ।সভায় বক্তরা বলেন, তৃনমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সমাজসেবামুলক ভাল কাজের মাধমে গনমানুষের মন জয় করতে হবে। এর আগে আটঘরিয়া পৌরসভা চত্বরে বৃক্ষরোপন করেন অতিথিরা।
