এস এম আলম, ১৬ মে: খুলনা থেকে ঢাকা গামী ’সুন্দরবন’ ট্রেনে বিনা টিকিটে ভ্রমনকারী রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানার পাশপাশি যাত্রীদের সাথে দুব্যবহারের ঘটনায় নির্দাষ প্রমানিত হয়েছে বহুল আলোচিত টিটিই শফিকুল ইসলাম্। সকালে পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক শাহীদুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, ওই ট্রেনে কর্মরত গার্ড শরিফুল ইসলাম পেশাগত দ্বন্বের কারনে মন্ত্রীর আত্মিয়কে দিয়ে টিটিইর বিরুদ্ধে এ অভিযোগ করান। তবে এ তদন্ত কমিটি টিটিইকে বরখাস্তকারী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের বিরুদ্ধে দোষ খঁজে পায়নি বা মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের কোন প্রমান পায়নি।সকালে বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ৫ কার্য দিবস তদন্ত শেষে সকালে ৪৭ পৃষ্টার একটি তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেল ব্যবস্থাপকে নিকট হস্তান্তর করেন।
ট্রেনে বিনা টিকিটে ভ্রমনকারী রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানার ঘটনায় নির্দোষ প্রমানিত হয়েছে বহুল আলোচিত টিটিই শফিকুল ইসলাম
RELATED ARTICLES
