Homeজেলা সংবাদপাবনার দক্ষিন রাঘবপুরে বাসা থেকে স্ত্রী কন্যাসহ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

পাবনার দক্ষিন রাঘবপুরে বাসা থেকে স্ত্রী কন্যাসহ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

এস .এম. আলম :: পাবনা, ৬জুন -২০২০
পাবনা পৌরসভার দিলালপুর মহল্লার এক বাড়ি থেকে স্ত্রী, কন্যাসহ ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে আজ শুক্রবার দুপুরে পুলিশ মরদেহ গুলি উদ্ধার করেন। নিহতরা হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বেড়া উপজেলার কাশিনাথপুর শহীদনগর গ্রামের মৃত মকিম সেখের ছেলে আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও পালিত মেয়ে সানজিদা খাতুন (১৪)। দ্বীতল ভবনটির নিচ তলায় ব্যাংক কর্মকর্তা স্ত্রী, কন্যাসহ ভাড়া থাকতেন। নিহতদের শরীরে আঘাতের চিহৃ রয়েছে পুলিশ জানিয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে গত ৩/৪ দিন আগে তাদেরকে হত্যা করে বাহির থেকে গেট বন্ধ করে চলে যায় দুর্বৃত্বরা।
পাবনার পুলিশ সুপার শেখ মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সন্ত্রাসীরা তাদেরকে কুপিয়ে হত্যার পর বাড়ির সব মালামাল লুট করে নিয়ে যায়। তবে ঘটনাটি ৩/৪ দিন আগে ঘটেছে বলে ধারনা করছে পুলিশ। নিহতের স্বজনরা জানায় গত ৩০ মে গ্রামের বাড়ি কাশিনাথপুর শহীদনগর থেকে শহরে আসে। ২জুন থেকে তার মোবাইল বন্ধ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments