এস এম আলম, ৩১ মে: ’তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব মাদক মুক্ত দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নতি) মাসুদ আলম, ডেপুটি সিভিল সার্জন খায়রুল কবির ও জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম।

