এস এম আলম, ৩১ মে: পাবনা জেলার কর্মহীন বেকার যুবকদের মাঝে কর্মসংস্থানের লক্ষ্যে অটো বাইক বিতরণ করা হয়েছে।
গতকাল পাবনা জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে এসকল বেকার যুবকদের মাঝে অটোবাইক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু। এছাড়া আরো বক্তব্য দেন সংসদ সদস্য গালিবুর রহমান শরিফ, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মুনির হোসেন ভুঁইয়া, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল। এসময় নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, গন্যমান্যব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


