এস এম আলম, ২৪ নভেম্বর: পাবনায় শিশু শিক্ষার্থী হাফসা খাতুন {০৯} ধর্ষন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে নিহত হাফসার পরিবার,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পাবনার সচেতন নাগরিক। দুপুরে নিহত হাফসার এলাকা সরদার পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রদক্ষিণ করে। এরপর তারা বিক্ষোভ মিছিল সহকারে পাবনা শহরে প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে। মানববন্ধন শেষে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত হাফসার বাবা প্রবাসী মোঃ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নিহত হাফসার মা ঋতৃ খাতুন, নানী ভানু খাতুন, নানা মল্লিক সরদার, নানা মোকারম সরদারসহ স্থানীয় গ্রামবাসী। নিহত হাফসার মা আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাসি দাবি করেন। হাফসার বাবা হাফিজুর রহমান বলেন, আমার মেয়ের মত আর কারো মেয়ের সর্বনাশ যেন না হয়। তাই প্রত্যেক বাবা-মাকে সচেতন হওয়ার আহবান জানান।
পাবনায় শিশু শিক্ষার্থী হাফসা খাতুন ধর্ষন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন
RELATED ARTICLES
