এস এম আলম, ২৬ নভেম্বর: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণি সম্পদে হবে উন্নতি,”- এ প্রতিপাদ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ মেলা। দুপুরে জেলা প্রাণি সম্পদ কার্যালয় থেকে জেলা প্রশাসক শাহেদ মোস্তফার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে গ্রিনলিফ কিন্ডার গার্টেন স্কুল চত্বরে গিয়ে শেষ হয়। প্রানীসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ড. আব্দুল কাদের। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ড. মো: ওয়ালিউল হোসেন। মেলায় গবাদি পশু প্রদর্শন, হাঁস মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও কৃমিনাশক বিতরণ করা হয়।


