এস এম আলম, ২৯ নভেম্বর: পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জেলার সকল প্রশাসনিক কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন সাংবাদিকরা সমাজের দর্পন। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমি খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রিমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মো: জাহাঙ্গীর আলম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

