এস এম আলম, ৩ ডিসেম্বর: ”প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”, এই প্রতিপাদ্যে পাবনায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বুধবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার হাফিজ আহমেদের সঞ্চালনায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। সভায় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন শারীরিকভাবে অসম্পূর্ণ ও অসংগতিসম্পন্ন মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন এবং তাদের কাজের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান জানানোর জন্য এ দিবসটির বিশেষ গুরুত্ব আছে। কর্মক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে প্রয়োজন অনুযায়ী এক্সেস, দক্ষতা ও জ্ঞান উন্নতি করে মূলধারায় আনতে হবে।

