এস এম আলম, ৩ ডিসেম্বর: পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির এর নেতৃত্বে জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদকে জেলা ট্রাক মালিক গ্রুপ, মোটর মালিক গ্রুপ, বাস,মিনিবাস ও কোচ মালিক সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নসহ এই খাতের অন্যান্য অংশীজনদের সকল নেতা কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও তাকে বরণ করে নেন। বুধবার ৩ ডিসেম্বর সকাল ১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ স্বাগতম সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির পাবনা জেলার পরিবহন ব্যবস্থার সাথে পুলিশকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশা ব্যাক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। নবাগত পুলিশ সুপার তার বক্তব্যে বলেন পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। আপনাদের সহযোগিতা থাকলে যেকোনো চ্যালেঞ্জ মুকাবিলা করা আরও সহজ হবে। জনগণের সেবা ও নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। আমরা একসাথে কাজ করবো একটি নিরাপদ, শৃঙ্খলিত ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মশিউর রহমান মন্ডল, টিআই ওয়ান সাদাকাতুল বারী, ট্রাক মালিক গ্রুপের সাধারণ স¤পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, মোটর মালিক গ্রুপের সাধারণ স¤পাদক মোমিনুল ইসলাম মমিন, পাবনা জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ স¤পাদক রেহানুল ইসলাম বুলাল, ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি রইস উদ্দিন, কার্যকরী সদস্য মারুফ আহমেদ, এসএম রিসন রাজিব, আফরোজ আলম মুন্না ও মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ, বাংলাস্টার পরিবহনের সিইও ইমরান হোসেন, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, পাবনা জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক, সিনিয়র লাইন সেক্রেটারি শাহীন শেখ, লাইন সেক্রেটারি রবিউল ইসলাম বাবলুসহ অর্ধ শতাধিক মোটর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। সকলেই পুলিশ সুপারকে তাদের পরিচয় প্রদান করেন। উলেখ্য, পাবনার নতুন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ ২৬ নভেম্বর পদায়ন লাভ করেন এবং পরবর্তীতে পাবনা জেলায় ২৯ নভেম্বর যোগদানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন।

