এস এম আলম, ৮ ডিসেম্বর: আব্দুল হামিদ রোডস্থ পাবনা প্রেসক্লাবের সামনে পাবনা জেলা মোবাইল বিজনেস কমিউনিটি এর উদ্যোগে মোবাইল ফোনের উপর ৫৭% ট্যাক্স বাদ দিয়ে ১০% থেকে ১৫% ট্যাক্স করা’সহ NEIR ব্যবস্থা সংস্কার এর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে মোবাইল ব্যবসায়ী মোঃ ভুবন হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ রন্টি আহমেদ এবং মোঃ তানভীর হোসেন এর নেতৃত্বে মোবাইল ব্যাবসায়ী মোঃ তালহা, মোঃ রিজভী হাসান, মোঃ আল-আমিন হোসেন, মোঃ হাবিবুর রহমান, প্রান্ত ইসলাম, মোঃ রাজু আহমেদ, মোঃ মানিক মিয়া’সহ পাবনা জেলা মোবাইল বিজনেস কমিউনিটি এর সদস্যবৃন্দ আনুমানিক ১০০/১২০ জন উপস্থিত ছিলেন। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে মোবাইল ফোনের উপর NEIR পদ্ধতি সংস্কার এবং মোবাইলের উপর অতিরিক্ত ভ্যাট ট্যাক্স কমানো না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

