এস এম আলম, ৫ জানুয়ারি: দেশের বরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী ছিলেন মানবিক বোধ সম্পন্ন একজন দেশপ্রেমিক মানুষ । মেধা সততা, নিষ্ঠা শৃংখলা ও নিয়মানুবর্তিতা দিয়ে তিনি স্কয়ারকে নিয়ে গেছেন সফলতার এক অনন্য উচ্চতায়। জাতির যে কোন সংকটে তিনি মানুষের পাশে দাড়াতেন। রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে তাঁর ১৪ তম মৃত্যুবাষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারার একথা বলেন। ক্লাব সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শিবজিৎ নাগ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতিন খান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্ট এর পরিচালক মোঃ আব্দুল খালেক, স্কয়ার ফার্মার উপমহ্যব্যবস্থাপক মোঃ খাইরুল আলম, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান,বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারন সম্পাদক ড. মো: হাবিবুল্লাহ, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা, সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন, বাংলা টিভির পাবনা প্রতিনিধি এস এম আলম সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।সভার শুরুতেই বরেন্য এই ব্যক্তিত্বের আত্মার প্রাতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরাবতা পালন করা হয়।
প্রয়াত স্যামসন এইচ চৌধুরী পাবনা প্রেসক্লাবের সন্মান সুচক জীবন সদস্য ছিলেন।

