Homeজেলা সংবাদপাবনায় বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত

পাবনায় বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত

এস এম আলম, ২৩ জানুয়ারি: পাবনার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে আজ। ধর্মীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র হংসের পিঠে চড়ে পৃথিবীতে নেমে আসবেন বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতী। শ্বেত-শুভ্র বসনা স্বরসতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। পাবনার জিলা স্কুল,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল গার্লস হাই স্কুল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজ, পূজা মন্ডপ এবং ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পাবনা জেলা স্কুল আখতারউজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক পাবনা জেলা স্কুল তুষার কুমার দাশ, শিক্ষক পাবনা জেলা স্কুল আদ্যনাথ ঘোষ, জয়ন্ত বাবু, উত্তম কুমার দাস, প্রধান শিক্ষক সেন্ট্রাল গার্লস হাই স্কুল মো: তালেবুর রহমান, প্রধান শিক্ষক পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আবু সাঈদ মিয়া, সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ছালেহা খাতুন, সহকারী শিক্ষক কলি রানী সরকার, সহকারী শিক্ষক আওরঙ্গজেব সহ শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনেকস্থানে দেবীর সামনে হাতেখড়ি দিয়ে শিশুদের বিদ্যা চর্চার সূচনা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments