Homeখেলাধুলাহ্যাটট্রিক হলো না সাকিবের

হ্যাটট্রিক হলো না সাকিবের

মধ্যাহ্ন বিরতির পর ভয়ংকর চেহারায় দেখা দিলেন সাকিব আল হাসান। বিরতির পর প্রথম ওভারেই ছড়ালেন ঘূর্ণি বিষ। টানা দুই বলে ফেরালেন লঙ্কান দুই ব্যাটারকে। সুযোগ ছিল হ্যাটট্রিকের। যদিও সেটা হয়নি।  বিরতির পর নিজের দ্বিতীয় বলে দুর্দান্ত এক ডেলিভারিতে রমেশ মেন্ডিসকে (১) বোল্ড করেছেন সাকিব। পরের বলটিতে তার কুইকারে পরাস্ত লাসিথ এম্বুলদেনিয়া। প্যাডে বল লাগলে আবেদন আঙুল দেন আম্পায়ার।

শ্রীলঙ্কা অবশ্য রিভিউ নিয়েছিল। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল এম্বুলদেনিয়ার (০) পেছনের পায়ে লেগেছে, ছুঁয়ে যেতো অফস্ট্যাম্প। সাকিবের হ্যাটট্রিক বলটিতে স্ট্রাইকে ছিলেন বিশ্ব ফার্নান্ডো। চতুর্দিকে ফিল্ডার দিয়ে ঘিরে ফেলেছিলেন অধিনায়ক মুমিনুল হক।কিন্তু হ্যাটট্রিক হয়নি। অফস্ট্যাম্পের বাইরে পড়া বলটি কভারে ঠেলে দিয়ে এক রান নেন ফার্নান্ডো। ওই ওভারে মোট ৩ রান দিয়ে দুটি উইকেট নেন সাকিব।

আজ সকালে দুই অপরাজিত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দিনেশ চান্দিমালের জুটিতে রানপাহাড়ে চড়ার মঞ্চ পেয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের দ্রুত উইকেট নেওয়ার পরিকল্পনা ততক্ষণে হাওয়ায় মিলিয়ে গেছে। তবে এভাবেই সেশনটা শেষ হতে দেননি দীর্ঘদিন পর দলে ফেরা নাইম হাসান। 

প্রথম দিনের মতো আজও দিনের প্রথম সেশনে জোড়া আঘাত হেনেছেন চট্টগ্রামের এ তরুণ অফস্পিনার। তার এক ওভারের জাদুতেই সেশনটি পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৭ রান। এই সেশনে ২ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে তারা। 

সকালের সেশনে সাজঘরে ফিরেছেন দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকভেলা। সেঞ্চুরির আশা জাগালেও ৬৬ রানে থেমেছেন রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়া চান্দিমাল। লেট কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন ৩ রান করা ডিকভেলা। একই ওভারে দুজনকে ফিরিয়েছেন নাইম। 

এ দুই উইকেটসহ ইনিংসে ৪ উইকেট হলো নাইমের। অবশ্য চান্দিমাল ফিরে গেলেও আগেরদিন সেঞ্চুরি করে ফেলা ম্যাথিউজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির পথে। ১৫৪ রানে অপরাজিত আছেন তিনি। ম্যাথিউজ ফিরতে পারতেন দিনের চতুর্থ ওভারেই। খালেদ আহমেদের বলে খোঁচা দিতে গিয়ে মিস করেন ম্যাথিউজ। বল জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। কিন্তু আবেদন করেননি বোলার-ফিল্ডাররা। রিপ্লেতে দেখা যায় ব্যাটে হালকা ছোঁয়া লেগেছিল সেটি। কিন্তু আবেদন না করায় ১১৯ রানের মাথায় বেঁচে যান ম্যাথিউজ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments