এস এম আলম, ১৯ অক্টোবর: পাবনায় বিচার বিভাগ পরিদর্শন করেন বিচারপতি হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রীম কোর্ট ঢাকা হাবিবুল গনি। পরিদর্শনকালে মাননীয় বিচারপতি জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন এজলাস কক্ষ পরিদর্শনের পাশাপাশি কয়েকটি আদালতের বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। পরিদর্শনের সিডিউলের অংশ হিসাবে জেলা লিগ্যাল এইড অফিসার (বিজ্ঞ সিনিয়র সহকারী জজ) মোঃ আজহারুল ইসলাম মাননীয় বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরিদর্শনকালে মাননীয় বিচারপতি জেলা লিগ্যাল এইড অফিস, পাবনা এর বিভিন্ন কার্যক্রম তদারিক করেন এবং মেডিয়েশন কার্যক্রম প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির আবেদনের সংখ্যা, সফল নিষ্পত্তির হার, নিয়মিত মামলা দায়েরের পরিসংখ্যান সহ যাবতীয় কার্যাবলি পর্যবেক্ষণ করে লিগ্যাল এইড, পাবনা এর বিরোধ নিষ্পত্তির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। এসময়ে মাননীয় বিচারপতি মহোদয় সরেজমিনে নালিশী জমি পরিদর্শন করে দেওয়ানী বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্বারোপ করেন এবং নালিশী জমিতে সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে পক্ষদের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। জেলা লিগ্যাল এইড অফিস, পাবনা পরিদর্শনকালে মাননীয় বিচারপতি মহোদয়ের সাথে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আখতারুজ্জামান এবং সহকারী রেজিস্ট্রার (বিজ্ঞ সিনিয়র সহকারী জজ) হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রীম কোর্ট ঢাকা আশফাক আহমেদ।
