এস এম আলম, ১৩ নভেম্বর: বাংলাদেশের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবারও সারাদেশে শীত বস্ত্র বিতরণের অংশ হিসেবে পাবনার দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার আলী আহমেদ মিয়া সকালে কম্বলসামগ্রী পাবনা জেলা প্রশাসনের এনডিসি কেএম মামুনুর রশিদের নিকট হস্তান্তর করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা ফাউন্ডেশনের সিনিয়র আর এম আমিনুল ইসলাম, মনোয়ার হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার নজরুল ইসলাম, লিটন আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এনডিসি আশা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করেন। আগামীতেও এ উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ করেন।
পাবনায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ
RELATED ARTICLES
