Homeফিচার সংবাদপাবনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

এস এম আলম, ৯ ডিসেম্বর: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার আয়োজনে দিনভর নানা কর্মসূচী পালিত হয়। সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচী শুরু হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় সড়কে অনুষ্ঠিত হয় মানবন্ধন। মানববন্ধন শেষে পুলিশ লাইনসের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক শহীদুল আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ মনোয়ার উল আজীজ, সাধারন সম্পাদক এবিএম ফজলুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতা চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments