এস এম আলম, ৩ জানুয়ারি : “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায় ” এই প্রতিপাদ্যে পাবনায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে র্যালী বের করা হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ গন্যশান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবার নানা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। সমাজ সেবার মাধ্যমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি আরো বাড়ানো দরকার। আলোচনা সভা শেষে সুবিধাভোগীদের মাঝে ভাতার কার্ড ও একজনকে হুইল চেয়ার বিতরন করা হয়।

