Homeজাতীয়ইমরান খানকে শেখ হাসিনার শুভেচ্ছা

ইমরান খানকে শেখ হাসিনার শুভেচ্ছা

পাকিস্তান দিবস উপলক্ষে দেশটির জনগণ ও প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দেয়া এক চিঠিতে তাদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।চিঠিতে ইমরান খানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার, দেশের জনগণ ও আমার পক্ষ থেকে পাকিস্তান দিবস উপলক্ষে আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার দেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। আমি বিশ্বাস করি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। উন্নয়ন ও শান্তির পথে অংশগ্রহণমূলক যাত্রা দুই দেশের জনগণের জন্যই কল্যাণ বয়ে আনবে।’তিনি বলেন, ‘আমি আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও দেশের চলমান উন্নয়নসহ পাকিস্তানের বন্ধুত্বপরায়ণ জনগণের সমৃদ্ধি কামনা করছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments