জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে সারা গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে
টুঙ্গিপাড়া থেকে ভারতের প্রধানমন্ত্রী যাবেন শ্রীধাম ওড়াকান্দিতে। সেখানে তিনি মতুয়া সম্প্রদায়ের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির পরিদর্শন করবেন। সেখানেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা সহ প্রবেশদ্বারে পুলিশ চেকপোস্ট বসিয়ে সাধারণ জনগণের চলাচল ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
