এস এম আলম, পাবনা: পাবনার অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও একাধিক নিয়মিত মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ তানজিব পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হয়েছেন। মোঃ তানজিব (৩০), পিতা- বাবু শেখ, সাং- রামচন্দ্রপুর, থানা ও জেলা-পাবনা একজন অবৈধ অস্ত্রধারী অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও একাধিক নিয়মিত মামলার এজাহার নামীয় পলাতক আসামী। তানজিব ০৪টি তদন্তাধীন নিয়মিত মামলার এজাহার নামীয় ও একটি মামলার গ্রেফতারী পরোয়না ভূক্ত পলাতক আসামী হওয়ায় পাবনা থানাধীন লাইব্রেরী বাজার এলাকা হতে পাবনা থানা পুলিশ ৭জুলাই তারিখ রাত ১০.৩০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে এবং তার সহযোগী অবৈধ অস্ত্রধারী অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং তার সহযোগী সদস্যদের হেফাজতে বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোপন ভাবে মজুদ করিয়া রাখিয়াছে। তার দেওয়া তথ্য মতে উক্ত গোপনস্থান তল্লাশি পূর্বক অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য তাকে সহ ৮জুলাই ২.৩০ ঘটিকায় পাবনা থানাধীন সাধুপাড়া ঝুটপট্টি এলাকায় অভিযান চালিয়ে বাংলাবাজার এলাকায় আরো অভিযান পরিচালনার জন্য রওনা হয় ও একই তারিখ রাত্রী অনুমান ০২.৪০ ঘটিকার সময় পাবনা থানাধীন চর শিবরামপুর বেড়িবাধস্থ বটতলার মোড় নামক স্থানে পৌছামাত্র উক্ত স্থানে পূর্ব থেকে ঔৎ পেতে থাকা তার সহযোগী অবৈধ অস্ত্রধারী দুস্কৃতিকারীরা তাকে পুলিশের নিকট হতে ছিনিয়ে নেয়ার লক্ষ্যে পুলিশকে লক্ষ্য করিয়া এলোপাথারী ভাবে গুলি করতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে দুস্কৃতিকারীদের লক্ষ্য করিয়া গুলি বর্ষণ শুরু করে। গোলাগুলির একপর্যায়ে তানজিব কৌশলে দৌড়াইয়া পালিয়ে যায়। পুলিশ ও দুস্কৃতিকারীদের মধ্যে প্রায় ১০/১২ মিনিট গুলি বিনিময় হয়। দুস্কৃতিকারীরা পুলিশকে লক্ষ্য করিয়া প্রায় ২৫/৩০ রাউন্ড গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে তাদের নিজ নিজ নামে ইস্যুকৃত অস্ত্র হতে কং/৪৩৫ মোঃ সাইফুল ইসলাম ০৬ (ছয়) রাউন্ড শর্টগানের গুলি, কং/১৬২৩ মোঃ আলমগীর হোসেন ০৯ (নয়) রাউন্ড শর্টগানের গুলি, কং/১৩৫৯ মোঃ জিয়াউর রহমান ০৮ (আট) রাউন্ড শর্টগানের গুলি, গুলি বর্ষণ করে। একপর্যায়ে দুস্কৃতিকারীরা গুলি করতে করতে রাতের অন্ধকারে বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়। গোলাগুলি বন্ধ হলে গোলাগুলির শব্দে ঘটনাস্থলে আসা স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ সদস্যগণ তাদের নিজেদের কাছে থাকা টর্চ লাইটের আলোতে ঘটনাস্থল তল্লাশি কালে অবৈধ অস্ত্রধারী অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী তানজিবকে গুলিবিদ্ধ ও আশংকা জনক অবস্থায় উদ্ধার করে। উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক ০৮/০৭/২০২০ খ্রিঃ তারিখ রাত্রি ০৪.১০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় তানজিবকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল হইতে, ০৪(চার) রাউন্ড গুলি সহ ১টি পিস্তল, ০৪(চার) রাউন্ড গুলি সহ একটি রিভলবার, ০২(দুই) রাউন্ড তাজা কার্তুজ, ০৫(পাঁচ) রাউন্ড কার্তুজের খোসা, ০৪(চার) জোড়া পুরাতন সেন্ডেল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় এএসআই(নিঃ)/ মোঃ আনিছুর রহমান, কং/১৬২৩ মোঃ আলমগীর হোসেন, কং/১৩৫৯ মোঃ জিয়াউর রহমান, কং/৪৩৫ মোঃ সাইফুল ইসলাম, সকলেই পাবনা থানা, পাবনা আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তানজিব এর বিরুদ্ধে ১। (১৮৪এইচকে) পাবনা এর পাবনা সদর থানার এফ আই আর নং-৯৫/৯৫, তারিখ- ৩১ জানু, ২০২০; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, ২। (১ডি৯বি৪) পাবনা এর পাবনা সদর থানার এফ আই আর নং-১৬/৩৭৯, তারিখ- ০৯ জুন, ২০২০; ধারা- ১৪৩/৪৪৮/৪২৭/৫০০/৫০৬ পেনাল কোড-১৮৬০; ৩।(১সিপিএনএম) পাবনা এর পাবনা সদর থানার এফ আই আর নং-১৯/৩৩৭, তারিখ- ১২ মে, ২০২০; ধারা- ১৪৩/৩৪১/৩৮৫/৩২৩/৩২৬/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; ৪। পাবনা এর পাবনা সদর থানার এফ আই আর নং-৯০/৯০, তারিখ- ২৯ জানু, ২০২০; ধারা- ১৪৩/১৪৭/১৪৮/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; ৫। (কিউজিএলএস) পাবনা এর পাবনা সদর থানার এফ আই আর নং-২১, তারিখ- ১২ এপ্রিল, ২০০৭; ধারা- ১৪৩/৪৪৮/৩২৬/৩০৭ পেনাল কোড-১৮৬০ মামলা সমূহ বিচারাধীন এবং তদন্তাধীন রয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার সহযোগী পলাতক অবৈধ অস্ত্রধারী অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
