এস এম আলম, ২৬ সেপ্টেম্বর: পাবনায় অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা । বিকালে উপজেলা পরিষদ আব্দুর রব (বগা-মিয়া) মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ মোশারফফ হোসেন, পৌর মেয়র শরীফ প্রধান , হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) কাওসার হাবিব, ভাঁড়ারা ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ খাঁন, গয়েশপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতাহার হোসেন , দোগাছি ইউনিয়ন চেয়ারম্যান আলী আহসান,মালঞ্চি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলিম, মালিগাছা ইউনিয়ন চেয়ারম্যান শরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী, আতাইকুলা থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাস ভদ্র, সহ মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন পরিষদের তদারকি কর্মকর্তাবৃন্দ । পাবনায় এবার ৩৪৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সদর উপজেলায় মন্দিরে মোট ৫৩ টি মন্দিরে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা।





