এস এম আলম, ২৭ সেপ্টেম্বরঃ পাবনায় একটি হত্যা মামলায় স্বপন ও ইকবাল নামে দুই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আছাদুজ্জামান এ রায় ঘোষনা করেন। মামলার বিবরনে জানা গেছে, ২০১৭ সালের ২৫শে ফেব্রুয়ারী পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া গ্রামের অটোরিক্সা চালক মানিককে হত্যা করে তার রিক্সাটি ছিনতাই করে অভিযুক্ত দুই আসামী। এব্যাপারে নিহতের বাবা আব্দুল গফুর সদর থানায় একটি মামলা করে।পরে পুলিশ ছিনতাইকৃত আটোরিক্সা বিক্রয় সময় আসামীদের গ্রেফতার করে। আদালত সাক্ষ্য ও প্রমানের ভিত্তিতে এ রায় ঘোষনা করেন।

