এস এম আলম, ১ জুন: বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রানিসম্পদ অধিদপ্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার গৌরাঙ্গ কুমার তালুকদার।

