এস এম আলম, ১ জুন: মৎস্য ও মৎস্য জাতীয় পন্য উৎপাদন ও বাজারজাত করন প্রকল্পের আওতায় পাবনায় শুরু হয়েছে ঝিনুক থেকে মুক্তা আহরন কর্মসূচী। দুপুরে আটঘরিয়ার ভরতপুরে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো: রফিকুল ইসলাম। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভলপমেন্টের নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে মুক্তা চাষী সমাবেশে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও পাবনা প্রেসক্লাবের সাবেক স¤পাদক উৎপল মির্জা। এসময় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার উল্লাস, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার রিজভী জয়, সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো: রফিকুল ইসলাম বলেন, মাছের পাশপাশি মুক্তা চাষ করে যে কোন উদ্যোক্তা দ্রুত ভাগ্য পরিবর্তন করতে পারেন। এ কারনে দ্রুত জনপ্রিয় হচ্ছে এ প্রকল্পটি। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভলপমেন্ট পিসিডির নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলাম বলেন, এ প্রকল্পের আওতায় পিসিডির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় ইতোমধ্যেই ৩৩ জন উদ্যোক্তা নিজেদের ভাগ্য বদলে ফেলেছে। আগামী অর্থ বছরে আরো ১০ জনকে এ প্রকল্পের আওতায় আনা হবে। পরে সফল মুক্তাচাষীদের প্রকল্প পরিদর্শন করেন ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক।

