Homeজেলা সংবাদপাবনায় মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনায় মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস এম আলম, ২৭ অক্টোবর: দেশের বৃহত্তম বেসরকারী উন্নয়ন সংস্থা আশা নিজস্ব অর্থায়নে পাবনা জেলার পাবনা সদর, ঈশ্বরদী ও আটঘরিয়া এই তিনটি উপজেলা হতে ৩০ জন মৎস্য চাষীদের নিয়ে দিনব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ আটঘরিয়া মডেল মসজিদ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট ম্যানেজার আলী আহমেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুজাহিদ হোসেন সিনিয়র এডিশনাল ম্যানেজার আশা রাজশাহী বিভাগ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন , আশা সংস্থার সিনিয়র আর এম আব্দুল খালেক(এগ্রি), হেলাল উদ্দিন টেকনিক্যাল অফিসার শেখ শাহীন, এগ্রি ট্রেইনার দেলোয়ার হোসেন। এ সময় প্রশিক্ষনে বর্তমান সময়ে চাহিদা চাহিদার ভিত্তিতে পুকুর প্রস্তুতি, মাছের পোনা মজুদ করণ ও পরবর্তী ব্যবস্থাপনা, খাঁচায় মাছ চাষে গুরুত্ব, মাছের রোগ প্রতিরোধ,উত্তম মৎস্য চাষ অনুশীলন, মাস চাষের নতুন নতুন প্রযুক্তি নিয়ে বিশদ আলোচনা করা হয়। প্রশিক্ষন শেষে জেলা মৎস্য কর্মকর্তা এরকম চমৎকার প্রশিক্ষণ আয়োজন করার জন্য জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে বাংলাদেশের মৎস্য সেক্টর কে এগিয়ে নেওয়ার জন্য আগামী তোআগামী ও এ প্রশিক্ষণ অব্যাহত রাখার অনুরোধ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments