এস এম আলম, ১০ নভেম্বর: পাবনায় জেলা বিএনপির উদ্যোগে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর আগে সেখানে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য এ্যাডভোকেট সেলিম রেজা হাবিব। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

