Homeজেলা সংবাদবাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি পাবনার মতবিনিময় সভা

বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি পাবনার মতবিনিময় সভা

এস এম আলম. ১১ ডিসেম্বর: পাবনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসান আল নাঈম এর সাথে বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি, পাবনা জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন আব্দুল হামিদ রোডে পাবনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা শাখার সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা। মতবিনিময় সভায় মিল গুলোর উৎপাদন ব্যয় বৃদ্ধি, ধান সরবরাহ ব্যবস্থায় জটিলতা, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে সময়মতো তথ্যপ্রবাহ না পাওয়া ও মিলিং চার্জ ও পরিবহন ব্যয়ে অসামঞ্জস্যসহ মিল মালিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসান আল নাঈম সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের দিকনির্দেশনা দেন। ধান সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত, প্রয়োজনীয় তথ্য দ্রুত হালনাগাদ ও সরবরাহ, মিল মালিকদের যৌক্তিক দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ, সরকারি সংগ্রহ মৌসুমে সমন্বয় সভা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করার আশ্বাস দেন তিনি। নব নির্বাচিত সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা বলেন, “মিল মালিকরা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধি ও সরবরাহের জটিলতার কারণে মিল পরিচালনায় নানা বাধা তৈরি হচ্ছে। জেলা খাদ্য বিভাগের সহযোগিতা পেলে আমরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবো। প্রধান অতিথি জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসান আল নাঈম বলেন, “খাদ্য মন্ত্রণালয়ের নিয়ম-নীতির বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না। তবে মাঠপর্যায়ের বাস্তব সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। মিল মালিকদের সঙ্গে সমন্বয় জোরদার করে ন্যায়সংগত পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলবে। এসময় সভাপতি রানা বিশ্বাস তার নেতৃবৃন্দের সাথে নব গঠিত কমিটির তালিকা প্রধান অতিথি জেলা খাদ্য নিয়ন্ত্রক আল নাঈম এর হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শামসুল আলম সুকটা বিশ্বাস, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক দুলাল সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, কার্যকরী সদস্য : শুকুর আলী, শামসুল আলম, নজরুল ইসলাম, শেখ তারেক রহমান, উপদেষ্টা: শামসুল আলম, জহুরুল ইসলাম মালিথা, মুকুল হোসেন। সভা শেষে মিল মালিকরা জেলা খাদ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments