এস এম আলম, ২৩ ডিসেম্বর: “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প” এর আওতায় জলবায়ু পরিবর্তন ফসল উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সাথে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মো. জাহাঙ্গীর আলম প্রামানিক পাবনা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব কৃষি মন্ত্রণালয় মো. আলী কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাসরুর। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন-কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, কৃষক, সাংবাদিক ও জনপ্রতিনিধি।
পাবনায় জলবায়ু পরিবর্তন ফসল উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সাথে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
RELATED ARTICLES
