এস এম আলম, ২৩ ডিসেম্বর: জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান এর সভাপতিত্বে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ধর্মীয় ইমাম, নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসকের কার্যালয় মোঃ জাহাঙ্গীর আলম। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মোখতার আলম । সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক স্থানীয় সরকার প্রণয় কুমার বীর।

