এস এম আলম, ২৯ ডিসেম্বর: পাবনায় মনোনয়নপত্র জমা দিয়েছেন পাবনা-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব । এছাড়াও পাবনা-১ আসনের মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা এর কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫ টি আসনে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জমা দিয়েছেন ৩২ জন।


