এস এম আলম, ৩০ ডিসেম্বর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনার পাঁচটি আসনে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে পাবনা-১ আসনে ৭ জন, পাবনা-২ আসনে ৫ জন, পাবনা-৩ আসনে ৮ জন, পাবনা-৪ আসনে ৮ জন এবং পাবনা-৫ আসনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটারনিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। এর আগে আসনগুলোতে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।

