Homeখেলাধুলাটি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো আফগানিস্তান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ খান। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডই আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।অলরাউন্ডার গুলবাদিন নাইব, পেসার নাভিন উল হক ও ফজলহক ফারুকি  ফিরেছেন স্কোয়াডে। কাঁধের চোটে দলের বাইরে ছিলেন নাভিন। মূল স্কোয়াডে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো মুজিব উর রহমান। রিজার্ভ খেলোড় হিসেবে আছেন এ এম গজনফর।বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর আফগানিস্তান ক্রিকেট (এসিবি) বোর্ডের প্রধান নির্বাচক আহমদ শাহ সুলিমানখিল বলেন, ‘গুলবাদিন নাইব বড় ম্যাচের খেলোয়াড়। তার ফেরায় দল আরও শক্তিশালী হয়েছে। নাভিন উল হককে আবার দলে পেয়ে আমরা সন্তুষ্ট, এতে আমাদের ফাস্ট বোলিং ইউনিটের মান বেড়েছে। মুজিবকে জায়গা দিতে গিয়ে গজনফরকে বাইরে রাখা কঠিন সিদ্ধান্ত ছিল।’

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আফগানিস্তান গ্রুপ রয়েছে ‘ডি’-তে। যেখানে তাদের গ্রুপসঙ্গী নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান দল ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

আফগানিস্তান স্কোয়াড:

রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, আব্দুল্লাহ আহমাদজাই, সেদিকুল্লাহ অতল, ফজলহক ফারুকি, রহমানউল্লাহ গুরবাজ, নাভিন উল হক, মোহাম্মদ ইসহাক, শহিদুল্লাহ কামাল, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, দ্বারউইশ রাসুলি, ইব্রাহিম জাদরান।

রিজার্ভ: এ এম গজনফর, ইজাজ আহমাদজাই ও জিয়া উর রহমান শরিফি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments