Homeজেলা সংবাদপাবনায় ডিবি পুলিশের অভিযান আগ্নেয়াস্ত্র ৬০ রাউন্ড গুলিসহ চার জন আটক

পাবনায় ডিবি পুলিশের অভিযান আগ্নেয়াস্ত্র ৬০ রাউন্ড গুলিসহ চার জন আটক

এস এম আলম, ১ জানুয়ারি: পাবনা শহরের তিনটি এলাকায় ডিবি পুলিশ আলাদা অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ৬০ রাউন্ড গুলিসহ চার জনকে আটক করেছে।আটককৃতরা হলো, পাবনা সদর উপজেলার বলরামপুর এলাকার মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), একই এলাকার আরিফ হোসেন (২৫) শিবরামপুর এলাকার ফিরোজ হোসেন (৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার রিপন (৩৫)।
পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলামের নেত্বত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার দিনগত রাতে পাবনা শহরের মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। একই সময় ডিবি পুলিশের অপর দুইটি দল শহরের দক্ষিণ রাঘবপুর এলকায় হাদীউলের ফ্লাট বাসায় অভিযান চালিয়ে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। ডিবি পুলিশের অপর দলটি শহরের পূর্ব শালগাড়িয়া এলাকর আওয়ালের বাসায় অভিযান চালিয়ে তিন রাউন্ড তাজা গুলিসহ দুই জনকে আটক করে। এই আলাদা অভিযানে জব্দ করা হয় একটি মোটর সাইকেল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments