পাবনা পৌরসভা নির্বাচন ঘিরে শহরের বিভিন্ন স্থানে আওয়ামীলী প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। প্রচার-প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুই প্রার্থীর পাল্টাপাল্টা শোডাউন চলে। সন্ধ্যার পরই শহরের বিভিন্ন ওয়ার্ডে দুই মেয়র প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও কোনও নিহতের খবর পাওয়া যায়নি।
বিকেল সাড়ে চারটার দিকে বিশাল বিশাল মিছিল নিয়ে শহরে প্রবেশ করে নৌকার সমর্থকরা। পরে মিছিলগুলো প্রধান সড়ক আব্দুল হামিদ রোডশহ পাবনা শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। শোডাউন শেষে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আলী মুতর্জা সনি বিশ্বাসসহ দলের নেতাকর্মীরা।
