এস এম আলম ,১৯ জুলাই,পাবনা : বিশিষ্ট সাংবাদিক এস এম আলমের পিতা আহম্মদ আলীর ৩১ তম মৃত্যুবার্ষিকীতে তার নিজ বাসভবনে কুরআন খতম, মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন আরিফপুর সদর গোরস্থানের হাফিজিয়া মাদ্রাসার কারি মওলানা গোলাম রব্বানি। এ সময় উপস্থিত ছিলেন বাংলা টিভি জেলা প্রতিানধি ও অনলাইন ’নতুন চোখ’ পত্রিকার প্রকাশক এস এম আলম সহ মরহুম এর পরিবারের সদস্যবৃন্দ। সকালে পাবনা আরিফপুর সদর গোরস্থানে মরহুম এর কবর জিয়ারত করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আলামিন হোসেন।
সাংবাদিক এস এম আলমের পিতা আহম্মদ আলীর ৩১ তম মৃত্যুবার্ষিকী
RELATED ARTICLES
