এস এম আলম, ৯ ডিসেম্বর: গতকাল রাতে শামসুল হুদার দ্বিতীয় ছেলে অলীদ হাসান তুষার ইন্তেকাল করেছেন। সোমবার রাতে পাবনা পৌর দিলালপুর এলাকার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে এবং মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজ দিলালপুর জামিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
পাবনায় শামসুল হুদার দ্বিতীয় ছেলে অলীদ হাসান তুষার ইন্তেকাল করেছেন
RELATED ARTICLES
