এস এম আলম, ১৪ ডিসেম্বর: পাবনা শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। এদিন সকালে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বর থেকে পদযাত্রা করা হয়। পরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এসময় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন প্রবীন সাংবাদিক সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান. প্রেসক্লাব সম্পাদক জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক ইমরোজ খোন্দকার বাপ্পী, নির্বাহী সদস্য সুশীল তরফদার, আরিফ আহমেদ সিদ্দিকী, শাহীন রহমান, সাংবাদিক এস এম আলম ও সাংবাদিক রিজভী জয়। এছাড়াও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দূর্জয় পাবনা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাবনা আঞ্চলিক কার্যালয়।

